ঢাকা বিভাগীয় কমিশনার জনাব, জিল্লার রহমান ডেমরা আগমন। তিনি ডেমরা এসে প্রথমে ডেমরা ৪নং গেইট হতে ষ্টাফকোয়ার্টার লিংক রোড পযর্ন্ত একটি রাস্তার ভিত্তি প্রস্থর উদ্ভোধন করেন । পরে ডেমরা বিশ্ব বিদ্যালয় পরিদর্শন করেন সেখানে বিশ্ব বিদ্যালয়ের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে মাননীয় কমিশনার সাহের কলেজের নবনির্মিত তিনটি কক্ষ উদ্ভোধন করেন এবং একটি বৃক্ষ রোপন করেন । সেই সময় আরো উপস্থিত ছিলেন তেজগাঁও উন্নয়ন সার্কেলের মাননীয় সার্কেল অফিসার জনাব, শাকিল আহমেদ, ডেমরা ইউনিয়নের চেয়ারম্যান জনাব, জয়নাল আবেদীন, তেজগাঁও উন্নয়ন সার্কেলার কৃষি অফিসার জনাব, ওয়াইদুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা জনাব, কাউছার আহমেদ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস